জলাভূমি সংরক্ষণ করতে হবে। বিশ্ব পরিবেশ দিবসে এটাই সবচেয়ে বড় শপথ ও অঙ্গীকার। আজ ইষ্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে পূর্ব কলকাতার বিস্তীর্ণ জলাভূমির সামনে দাঁড়িয়ে অভিনব গণসচেতনতা কর্মসূচি পালন করল নব বাংলা পরিষদ ও ফিউচার ফর নেচার ফাউন্ডেশন। স্কুল পড়ুয়া, পথচলতি মানুষ, পরিবেশ কর্মী ও সংগঠনের সদস্যরা হাজির ছিলেন।
দীর্ঘদিন দিন ধরে পরিবেশপ্রেমীরা অভিযোগ করে আসছেন পূর্ব কলকাতার জলাভূমিতে বেআইনি নির্মাণ হচ্ছে। হোর্ডিং লাগানোর ফলে রামসার এলাকায় পরিবেশ নষ্ট হচ্ছে। এনিয়ে জাতীয় পরিবেশ আদালতে মামলা চলছে।
আজ বিশ্ব পরিবেশ দিবসে ভাবনা আমার জমি, আমার ভবিষ্যৎ। জমি সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ। সেই লক্ষ্যে জলাভূমির সামনে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে মানববন্ধন করে ছোট থেকে বড় বহু মানুষ। উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞানী ডঃ স্বাতী নন্দী চক্রবর্তী, প্রাক্তন আইএএস দেবাশীষ সেন,নব বাংলা পরিষদের সভাপতি অনিন্দ্য বাবুল চট্টোপাধ্যায়, সম্পাদক জিনিয়া রায়, যুগ্ম সম্পাদক অয়িন্দ্রিলা ভট্টাচার্য, সোনালী মিত্র, কোষাধ্যক্ষ দেবমাল্য নন্দী, উজ্জয়িনী বসু,ড: কুন্তল বিশ্বাস, অভ্রদীপ বসুমল্লিক, ইন্দ্রনীল মুখোপাধ্যায়,শিল্পা মুখোপাধ্যায়, আইনজীবী দিব্যায়ণ বন্দ্যোপাধ্যায় ও ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সদস্যরা।
অবিলম্বে জলাভূমিকে হোর্ডিং মুক্ত করার দাবি জানান হয়।